Ranadan Calendar 2022 Download
ইসলামের পাঁচটি ফরজ এর মধ্যে রমজান মাসের রোযা রাখা অন্যতম ফরয। মহান আল্লাহ রোজা রাখা প্রত্যেক মুসলীম নর-নারীর উপর ফরজ করেছেন। যা প্রত্যেক মুসলমানকে পালন করতে হয়। মূলত হিজরি সনের “রমজান” মাস অনুসারে রমজান বা রোজা পালন করা হয়।
হিজরী সনের প্রত্যেকটি মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে। কিন্তু তবুও আধুনিক বিজ্ঞান ও জ্যােতির কল্যাণে আজ আমরা ভবিষ্যতে হিজরি সনের তারিখ গুলো আগেই জানতে পারি। আর এতে করে আমাদের পূর্ব পরিকল্পনা এবং ইবাদত সম্পর্কে সঠিকভাবে অবগত হতে পারি। সুতরাং আমরা রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ সম্পর্কে আলোচনা করবো যা প্রত্যেক মুসলমানের জন্য প্রয়োজন হয়।মন্টেজ এর হিসাব মতে, হিজরী সন ১৪৪৩ বা ২০২২ সালের রমজানের ক্যালেন্ডার অনুসারে পবিত্র শাবান মাসের চাঁদ শেষ হবে মার্চ মাসের ৩১ তারিখে ২০২২ সালের এবং রমজান মাসের চাঁদ জন্ম শুরু হবে ১লা এপ্রিল ২০২২ সালে। যে দিন চাঁদ দেখা যাবে তার পরের দিন সেই চাঁদের বয়স হবে ১.২০ দিন এবং সেই চাঁদের মাত্র ২% চন্দ্রাকৃতি হবে।
যেহেতু বাংলাদেশ ও ভারত উপমহাদেশে দেশগুলো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার দেশ গুলোতে একদিন পরেই ইসলামিক আচার-অনুষ্ঠান পালন করা হয়। সেহেতু বাংলাদেশ সময় অনুসারে ২০২২ সালে রমজান শুরু হবে ৩রা এপ্রিল ২০২২ সালে। তবে অবশ্যই এই তারিখে রমজান পালন করা হবে সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে।২০২২ সালের মাহে রমজান মাসে সিয়াম পালন করার জন্য আমাদের অবশ্যই সকলের সময়সূচী জানতে হয়। সেই সময়সূচী জানার জন্য আমরা নিম্নে ২০২২ সালের রমজান মাসের ক্যালেন্ডার সময় সূচি উপস্থাপন করছি। তবে বলে রাখা ভাল হবে যে এই সময় সূচি সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করবে। আমরা আপনাদেরকে আনুমানিক একটি তারিখ অনুসারে উপস্থাপন করছি।